চাঁপাইনবাবগঞ্জে এসআই জাহিদ প্রশ্নে চোখে চশমা আর মুখে কলুপ এঁটেছে কর্তৃপক্ষ

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গ প্রতিদিন :: করোনা ক্লান্তি লগ্নে যে পুলিশ আতংক নামে পরিচিত সেই পুলিশ এখন আস্থার নাম। বিশ্বের দরবারে বাংলাদেশ পুলিশ সদস্যদের জয় জয়কার। কিন্তু মুষ্টিমেয় সদস্যের অপেশাদার আচরণ ও কর্মকান্ডের জন্য ম্লান হতে বসেছে পুলিশের সব সাফল্য।।২০১৩ সালে দেশব্যাপী খুঁজে খুঁজে বের করা হয়েছিল বদমেজাজি পুলিশ কারা।এরপর ব্যবস্থা নেয়া হয় ঐ সকল পুলিশ সদস্যর বিরুদ্ধে।

সে যাই হোক, এখনও বেশ কিছু পুলিশ সদস্য আছেন যারা পুলিশের শ্রেষ্ঠ পদক পেয়েও দুর্নীতিতে নিমজ্জিত। চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিবির অন্যত্তম অফিসার এসআই আবু আবদুল্লাহ জাহিদ এর অন্যতম উদাহারন। অবশ্য প্রধানমন্ত্রী পদকও পেয়েছেন তিনি। তাইতো দেখতে দেখতে ৪টা বছর পার করে দিয়েছেন শুধু চাঁপাইনবাবগঞ্জ ডিবিতে।হয়তো ৪ বছর থাকাটা সরকারী নীতিমালায় না থাকলেও কারো কারো আশীর্বাদে মদদপুস্ট হিসেবে রয়েই গেছেন চাপাই সীমান্তে। নেপথ্যে যে রয়েছেন তারই কথিত এক দরবেশ বাবা । কিন্তু কে সেই দরবেশ বাবা ?

সাংবাদিকদের হয়রানী করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। সম্প্রতি রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি,বাংলাদেশ তৃনমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি জেলা শাখার সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক্টিভিস্ট সাংবাদিক এম.এ.হাবীব জুয়েল ও রাজশাহী মডেল প্রেসক্লাবের সহ – সভাপতি রেজাউল করিমকেও বিভিন্ন মানুষের মাধ্যমে হুমকির বার্তা পাঠান। সেই সাথে তার বিরুদ্ধে যে সকল সাংবাদিক সংবাদ প্রকাশ করেছেন তাদেরকেও দেখে নেয়ার হুমকি দেন এই এসআই। বেশ জোরেসোরে চালিয়েছেন ঐ সকল সাংবাদিকদের নামে অপপ্রচার।

এই বিষয়ে রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম.এ.হাবীব জুয়েল ও সহ – সভাপতি রেজাউল করিম বলেন – আমাদের সাথে এসআই আবু আবদুল্লাহ জাহিদের কোন ব্যাক্তিগত দ্বন্ধ কিংবা কোন শত্রুতা নেই। তবে তার বিরুদ্ধে এলাকাবাসীর আনিত অভিযোগের উপরে আমরা কিছু সংবাদ প্রকাশ করেছি মাত্র। তারপর থেকেই তিনি কেন বা কি কারনে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন তা আমাদের বোধগম্য নয়। এমনকি জাহিদ এমনও হুমকি দিয়েছেন – রাজশাহী মডেল প্রেসক্লাবের কোন সাংবাদিককে চাঁপাইনবাবগঞ্জ জেলায় পেলে দেখে নেয়া হবে। তবে যে সকল গ্রেফতার বানিজ্যর সংবাদ আমাদের কাছে ছিল তা আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা এসপির দফতরে বিষয়গুলো অবগত করেছি কিন্তু তারপরও আশানুরূপ ফল না পাওয়ায় বাংলাদেশ পুলিশের মিডিয়া সেল,আইজিপি’স কমপ্লেইন সেল ও পুলিশ ইন্টারনাল ওভারসাইডের (পিআইও) বরাবর বিষয়গুলো তদন্তের জন্য অনুরোধ জানিয়েছি।

এদিকে আজ রবিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সে জাহিদের বিরুদ্ধে। তারপর থেকেই চাঁপাইনবাবগঞ্জ এসআই জাহিদ প্রশ্নে চোখে চশমা আর মুখে কলুপ এঁটেছে কর্তৃপক্ষ । ফোন ধরছেন না সংশ্লিষ্ট দফতরের কোন কর্মকর্তা । তবে চাঁপাইনবাবগঞ্জবাসী জানতে চায়, কি প্রত্যাশায় সে এসআই জাহিদ এখনও বহাল কিংবা কার মদদে বহাল। অবশ্য নিন্দুকদের মুখ বন্ধ করতে কতক্ষণ নীরবতা পালন করবে সংশ্লিষ্ট দফতরের এটাই এখন প্রশ্ন ?

ইতিপূর্বে প্রকাশিত সংবাদ মোর্চা

৪ বছরে ২০ অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিবির যে সদস্যর বিরুদ্ধে
http://24x7upnews.com/2020/08/16/%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%ac/

৪ বছরের শিশুকেও ৩ দিন ধরে আটক করে রাখেন এসআই জাহিদ
http://24x7upnews.com/2020/08/18/%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%93-%e0%a7%a9-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86/

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.