স্টাফ রিপোর্টার ::- ঘূর্ণিঝড় ‘ফণী’ চলাকালীন ও সম্ভাব্য আঘাত পরবর্তী স্বাস্থ্যসেবার জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ কল সেন্টার স্বাস্থ্য বাতায়নে ১৬২৬৩ নম্বরে ফোন করে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নেওয়া যাবে।
ঘূর্ণিঝড় ফণি চলাকালীন ও পরবর্তী স্বাস্থ্য সেবার প্রস্তুতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফণীর সম্ভাব্য আঘাতের পর মোবাইল ফোনে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ কল সেন্টার স্বাস্থ্য বাতায়নে ১৬২৬৩ নম্বরে ফোন করে এই পরামর্শ নেওয়া যাবে।
ফণী সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের নম্বর ০২৯৮৫৫৯৩৩ ও অধিদফতরের কন্ট্রোল রুমের ফোন নম্বর ০১৭৫৯১১৪৪৮৮।
মাঠ পর্যায়ে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং ঘূর্ণিঝড় সংক্রান্ত পরিস্থিতি মোকাবিলার জন্য গাইডলাইন পাঠানো হয়েছে।
এছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে মোট দুই হাজার ৩৬২টি মেডিকেল টিম ও স্থানীয় পর্যায়ে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
........................................................................................................................................................ উত্তরবঙ্গ প্রতিদিন সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com