থানা প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন:: রাজশাহীতে সরকারের দুস্থদের জন্য বরাদ্দের ১০ টাকা কেজির চালসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার বিকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ৬৭ বস্তা চাল উদ্ধার করাও হয়েছে বলে জানিয়েছেন ইউএনও।
গ্রেপ্তার আলাল উদ্দিন স্বপন গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) ডিলার।
ইউএনও নাজমুল ইসলাম সরকার জানান, স্বপনের বিরুদ্ধে প্রায় ২০০ জনের ওএমএসের কার্ড কেড়ে নেওয়ার, রেজিস্ট্রারে জাল স্বাক্ষর করার এবং রেজিস্ট্রারে অনেকের স্বাক্ষর না থাকার অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের প্রেক্ষিতে তার বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় একটি ঘরে ৫০ কেজি করে ৬৭ বস্তা চাল পাওয়া যায়। সরকারি বস্তা থেকে বের করে এ চাল সাধারণ বস্তায় ভরে রাখা হয়েছিল বলে জানান তিনি।
“চাল গুদামে থাকার কথা। গুদামের সামনে সাইনবোর্ড থাকার কথা কিন্তু কিছুই নেই। চাল ছিল বাড়িতে। তার বাড়িতে প্রায় শতাধিক ব্যক্তির কার্ডও পাওয়া গেছে, যেগুলো বিতরণের কথা ছিল।
“বাড়িতে এত চাল পাওয়ার পর আওয়ামী লীগ নেতা স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে।”
করোনাভাইরাস পরিস্থিতিতে সম্প্রতি দুস্থদের জন্য ১০ টাকা কেজি দরের চাল বিক্রি শুরু হলে ওএমএসের ডিলার আলাল উদ্দিন স্বপন ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছিলেন।
ইউএনও নাজমুল ইসলাম সরকার এ অভিযান চালানোর সময় গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম ও কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শিশির কুমার কর্মকার ছিলেন।
আলালের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় উপজেলা খাদ্য কর্মকর্তা বাদী হয়ে একটি নিয়মিত মামলা করবেন বলেও জানান তিনি।
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.