জেলা প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন :: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক নিভা রানী পাঠকের স্বামীকে গলা কেটে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে চারজনকে। তারা হলেন বাড়ীর কেয়ারটেকার বিপুল বিশ্বাস, অরবিন্দ দাস, বিধান রায় ও অপর একজনের নাম জানা যায়নি। আইন প্রয়োগকারী কয়েকটা সংস্থা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। শনিবার রাতে এ প্রতিবেদন লেখার পর্যন্ত মামলা হয়নি।
শুক্রবার নড়াইল সদরের ব্যানাহাটি গ্রামের নিজ বাড়িতে অরুণ রায়কে (৭২) খুন করা হয়েছে । তিনি বেসরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক।
গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অরুণ রায় নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের ব্যানাহাটি গ্রামে একা বসবাস করতেন। তার স্ত্রী, এক ছেলে প্রকৌশলী এবং এক মেয়ে চিকিৎসক চাকরির সুবাদে খুলনায় অবস্থান করতেন । তারা মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসতেন। শুক্রবার সারাদিন থেকে অরুণ রায়ের কোন সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যার পর উপ-পরিচালক নিভা রাণী পাঠক ও তার ছেলে ইন্দ্রোজিৎ রায় বাড়িতে এসে মই বেয়ে দ্বিতল ভবনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চেয়ারের ওপর গলা কাটা অবস্থায় তার লাশ দেখতে পান।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com