বিনোদন প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল। মাঝে খানিক বিরতি নিয়ে ফের শুরু হলো ছবিটির কাজ।
১৯ আগস্ট থেকে নোয়াখালীর বিভিন্ন স্থানে এটির কাজ শুরু হয়েছে। মজার বিষয় হচ্ছে, ইউনিটে দেখা যাচ্ছে না ছবির প্রধান দুই মুখ ফেরদৌস ও পূর্ণিমাকে!
বিষয়টি সম্পর্কে পরিচালক নেয়ামূলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বিস্তারিত। বললেন, ‘নায়ক-নায়িকার বাইরেও সিনেমার আরও অনেক চরিত্র এবং দৃশ্য থাকে। গল্পনির্ভর সিনেমায় তাই হয়। আমরা এবার মূলত সেই কাজটিই করছি। দুশ্চিন্তার কোনও কারণ নেই, তারা (ফেরদৌস-পূর্ণিমা) দুজনও শিগগিরই আমাদের সঙ্গে নোয়াখালীতে অংশ নেবেন। উনারা ২৩ তারিখেই যোগ দিতে চেয়েছেন। কিন্তু আমি বলেছি ২৮ এর দিকে আসতে। তাহলে আমাদের অন্য কাজগুলো গুছিয়ে ফেলতে পারবো।’
নির্মাতা জানান, নোয়াখালীতে এই পর্বের শুটিং চলবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত।
নোয়াখালীতে চলমান শুটিংয়ে অংশ নিয়েছেন তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ।
উল্লেখ্য, কয়েক মাস আগে নোয়াখালীতে শুটিং চলাকালীন সময়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন ফেরদৌস ও পূর্ণিমা।
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.