আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন:: ভারতের একজন প্রথম সারির সাংবাদিক অর্নব গোস্বামী । তিনি ভারতীয় নিউজ চ্যানেল টাইমস নাওর মুখ্য সম্পাদক তথা বার্তা পরিবেশক ছিলেন । তিনি দ্য নিউজআওয়ার শীর্ষক জনপ্রিয় বিতর্কের অনুষ্ঠানটি সোমবার থেকে শুক্রবার প্রতিদিন রাত ৯ টায়(ভারতীয় মান সময়)এ সম্প্রচারিত হয়। ফ্রেঙ্কলী স্পীকিং উইথ অর্ণব নামে আর একটি বিশেষ অনুষ্ঠানের সূত্রধার অর্ণব গোস্বামী। এই অনুষ্ঠানটিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমান ব্যক্তির সাক্ষাৎকার প্রচারিত হয়। অর্ণব গোস্বামী তাঁর সংবাদ কুশলতার জন্য অনেকগুলি পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। Combating Terrorism: The Legal Challenge শীর্ষক একটি গ্রন্থও তিনি প্রণয়ন করেছেন।
পুরস্কার ও সম্মান
শ্রেষ্ঠ বার্তা পরিবেশক হিসাবে এশিয়ান টেলিভিশন পুরস্কার (দ্বিতীয় বিজেতা)
সংবাদ সেবার ক্ষেত্রে সোসাইটি ইয়ং এচিভার্স পুরস্কার
অভিনব মুখ্য সম্পাদকের ইণ্ডিয়ান নিউজ ব্রডকাষ্টিং পুরস্কার
নিউজ লাইভএর দ্বারা বর্ষটির অসমীয়া সম্মান
২০১০ সালে ইণ্ডিয়ান এক্সপ্রেস গোটর দ্বারা রামনাথ গোয়েঙ্কা টেলিভিশন সাংবাদিকতা উৎকর্ষ পুরস্কার
অর্ণব গোস্বামী উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com