ঈদ নিয়ে সতর্কবার্তা দিলেন সেতুমন্ত্রী

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক,উত্তরবঙ্গ প্রতিদিন:: ঈদে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় ঈদ পূর্ববর্তী এবং পরবর্তী যাত্রায় সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে পরিবহন মালিক-শ্রমিকদের অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) প্রধান কার্যালয়ে ঈদ সার্ভিস উপলক্ষে সংস্থাটির গৃহীত পদক্ষেপ ও দিক নির্দেশনামূলক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

এ সময় বিআরটিসির অনিয়মের সিন্ডিকেট ভেঙে দেয়ার হুঁশিয়ারি দিয়ে সেতুমন্ত্রী বলেন, বিআরটিসির সমস্যা শ্রমিক-কর্মচারীতে নয়, ডিপো কেন্দ্রিক। এসব অনিয়ম শক্তভাবে নিয়ন্ত্রণ করা জরুরি।

ওবায়দুল কাদের বলেন, বিআরটিসির অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আমরা জানি, গাড়ির চাকা সচল থাকলে সংস্থাটির আয় হয়। সরকার ৬ কোটি টাকা শ্রমিকদের বকেয়া বেতন দেয়ার জন্য দিয়েছে।

তিনি বলেন, অপ্রয়োজনে, অনিয়মে কিংবা ঠুনকো অজুহাতে শ্রমিক ছাঁটাই করলে তাদের মনের ক্ষোভ বাড়তে পারে। বিআরটিসিকে অনিয়মের ধারা থেকে বেরিয়ে আসতে হবে। এই প্রতিষ্ঠানকে লাভের ধারায় ফিরিয়ে আনতে হবে ও অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

সেতুমন্ত্রী বলেন, শ্রমিকদের লঘু অপরাধে কোনো গুরুদণ্ড দেয়া যাবে না। অপরাধ করলে অপরাধীদের শাস্তি দিন।

বিআরটিসির পরিবহন মেরামত, ভূমি প্রধান, ইজারাদার, ইজারা আদায়, দৈনিক টিপ, ব্যবস্থাপনা, বিভিন্ন প্রতিষ্ঠানে বাস প্রদান, বাস লিস্ট প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের ভূত আছর করেছে বলে খবর আছে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.