রমজান আলী,উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী নগরীর মতিহার থানাধীন বিভিন্ন এলাকায় প্রশাসনের ধরা ছোয়ার বাইরে থেকেই অনেকে চালিয়ে যাচ্ছে ফেন্সিডিল ও ইয়াবার ব্যবসা।
একাধিক মাদক মামলার আসামীরা মাত্র ১০/১২ বছরের ব্যবধানে মাদক ব্যবসা করেই হয়েছেন কোটিপতি।
রাজশাহী মতিহার থানাধিন জাহাটঘাট এলাকার মাদক ব্যবসায়ী মোয়াজ্জেমের ছেলে সজিব, জাব্বার, মহব্বতের ঘাট এলাকার জিল্লুর ছেলে পিন্টু, সাত বাড়িয়া স্কুল মোড় এলাকার অটো চালক বকুল, জাকা, হবিল ও কাবিল দুই ভাই, জামাল তার ভাই রবিউল, তেল রফিক, পালা।
মিজানের মোড় এলাকার সুমন, মিঠু, রবিউল, আসলাম, কামরুল, মিলন, শহিদ, রুমা, রুনা, চাম্পাসহ প্রায় অর্ধশতাধিক মাদক ব্যবসায়ী দাপটের সাথে মাদকের ব্যবসা চালাচ্ছে দিন রাত।
তবে সদ্য বেশ কিছু মাদক ব্যবসায়ীদের নতুন তালিকা এসেছে আমাদের হাতে। নিম্নে নাম প্রকাশ করা হল-
১) মো: সোহেল পিতা মো: মারাজ আলী সাং - ডাসমারি পূর্বপাড়া,থানা মতিহার। বিশিষ্ট চোরাই গরু ব্যবসায়ী, মাদক ডিলার।
২) মো: জিনা, পিতা মো: বাক্কার,সাং - ডাসমারি পূর্বপাড়া,থানা মতিহার।বিশিষ্ট চোরাই গরু ব্যবসায়ী, মাদক ডিলার।
৩) মো: ইউসুফ,পিতা মো: রজত আলী,সাং - ডাসমারি পূর্বপাড়া,থানা মতিহার,বিশিষ্ট মাদক ব্যবসায়ী। মামলা আছে ৭- ১০ টি।
৪)মো: বাক্কার ভাই, পিতা : অজ্ঞাত
সাং -ক্ষুদি বটতলা মিজানের মোড়,থানা মতিহার।
৫)মো: ফারুক ভাই, মিজানের মোড়।
তবে রাজশাহী মতিহার থানা এলাকার মাদক ব্যবসায়ীদের নতুন তালিকা প্রনয়নে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা চেয়েছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস।
এ বিষয়ে রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি এম.এ. হাবীব জুয়েল বলেন - মাদক দেশ,সমাজ ও দেশের জন্য হুমকি স্বরুপ।তাই এদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।
তবে সার্বিক বিষয়গুলো নিয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান বলেন, অনেক নতুন নতুন মাদক ব্যবসায়ীর সৃষ্টি হয়েছে । দ্রুত সময়ে মধ্যে নতুন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com