নিজস্ব প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে নব্য পুলিশ কমিশনার যোগদানের পরপরই পরিবর্তনের ছোঁয়া লেগেছে সমগ্র আরএমপিতে।এরই ধারাবাহিকতা রাজশাহী বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অভিনব কায়দায় পাচার হওয়া ইয়াবার চালান রুখে দিয়েছে রাজশাহী বোয়ালিয়া মডেল থানা পুলিশ।যা নি:সন্দেহে প্রশংসার দাবিদার।
আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিশ্বনাথপুর এলাকার মান্টু মিয়াকে।সেই সাথে উদ্ধার হয়েছে ১৬০০ পিচ ইয়াবা। মান্টু একজন নিয়মিত মাদক ব্যবসায়ী বলে জানায় উপিস্থিত সকলের সামনে।
সে আরো জানায় - আজ রবিবার সকাল ৯ টার দিকে রাজশাহী বাস টার্মিনাল এলাকার ঢাকাগামী একতা বাসে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল।এ সময় পুলিশ তাকে তল্লাশী চালিয়ে গ্রেফতার করে।
এদিকে ঘটনার বর্ননা দিয়ে রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন পিপিএম বলেন - পুলিশ কমিশনার স্যারের নির্দেশনায় আমরা মাদক বিরোধী অভিযানে তৎপর হয়েছি।
এরই ধারাবাহিকতা আজ রবিবার বোয়ালিয়া মডেল থানার এসআই মোস্তাফিজ জুয়েল ও রাজশাহী বাস টার্মিনাল পুলিশ বক্সের ইনচার্জ এটিএস আই নাসিরের সহযোগীতায় এই ইয়াবার চালানটি ধরতে আমরা সক্ষম হয়েছি।তবে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে এবং গতানুগতিক ধারায় তা অব্যহাত থাকবে।মাদকের বিষয়ে পুলিশ কমিশনার স্যারের জিরো টলারেন্স ঘোষনা বাস্তবায়নে রাজশাহী বোয়ালিয়া মডেল থানা সর্বদা সক্রিয় ভুমিকা পালন করবে।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com