রাজশাহী বোয়ালিয়া থানায় ১২টি মোবাইল উদ্ধার,খুঁজে নিন আপনারটা

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা,উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া ১০টি মোবাইলের প্রকৃত মালিক খুজছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গত (২৮ ফেব্রুয়ারী ২০২০) অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ১২টি মোবাইল ফোন উদ্ধার করে বোয়ালিয়া মডেল থানার এসআই মতিন ও সঙ্গীয় ফোর্স। এ মোবাইল গুলো উদ্ধার হলেও আজ আবদি উদ্ধারকৃত ফোনের প্রকৃত মালিকগণ তাদের মোবাইল ফোন নিয়ে যাননি। আর তাই উপযুক্ত কাগজপত্র জমা দিয়ে মোবাইল ফোন গুলো নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন।

উদ্ধার হওয়া মোবাইল গুলো হলো:-

১। ০১টি ব্লুাক কালারের স্যামসাং এম-১০৫ এফ মডেলের মোবাইল ফোন, IMEI-355539105744070,355540105744078,,

২। ০১টি ব্ল-কালারের স্যামসাং গ্যালাক্সি জে-৪০০এফ মডেলের মোবাইল ফোন, IMEI-359069090877707, 359070090877705,

৩। ০১টি কালো-নীল রংয়ের ভিভো ওয়াই-৯৩ মডেলের মোবাইল ফোন, IMEI-865386049048272,865386049048264,

৪। ০১টি কালো রংয়ের স্যামসাং ডিইউওএস মডেলের মোবাইল ফোন, IMEI-3541164082242625, 354165082242622,

৫। ০১টি কালো-সোনালী রংয়ের স্যামসাং জে-৭ মোবাইল ফোন,

৬। ০১টি কালো-নীল রংয়েল ওয়ালটন প্রিমো আরএক্স-৬ মডেলের মোবাইল ফোন, (বন্ধ থাকায় আইএমইআই নম্বর সংগ্রহ করা সম্ভব হয়নি),

৭। ০১টি সিলভার রংয়ের এমআই মোবাইল ফোন, IMEI-863285039970465,863285039970473,

৮। ০১টি কালো রংয়ের স্যামসাং জে-২ মডেলের মোবাইল ফোন, IMEI-351722100350606, 351723100350604,

৯। ০১টি সোনালী রংয়ের টেকনো আই-৩ মোবাইল ফোন, IMEI-911593052971761, 911593052971779,

১০। ০১টি সোনালী রংয়ের স্যামপোনি মোবাইল ফোন, IMEI-35914081370463, 357914081370471


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.