রাজশাহীর সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক আর নেই:উত্তরবঙ্গ প্রতিদিন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন ::-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। রবিবার (২১ এপ্রিল) সকালে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তিনি হাসপতালের সিসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। তার মৃত্যুতে তানোর-গোদাগাড়ী আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিলেন। ক্যান্সার হওয়ায় তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সিঙ্গাপুরের চিকিৎসকরা অপারগতা প্রকাশ করে তাকে ঢাকায় ফেরত পাঠান। এরপর থেকে তিনি রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিএনপির বর্ষিয়ান এই নেতা নিজ এলাকা তানোর-গোদাগাড়ীতে ব্যাপক জনপ্রিয় ছিলেন। জনপ্রিয়তার কারণে তিন তিনবার এমপি নির্বাচিত হয়ে সংস্থাপন প্রতিমন্ত্রী ও একবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ব্যারিষ্টার মোহাম্মদ আমিনুল হক
রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ১৯৬৪ সালে স্নাতকত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৭৪ সালে লিনকলন্স ইন্সষ্টিটিউট হতে বার-এট-ল।
রাজনৈতিক জীবনঃ ১৯৫৮ সালে স্কুল জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত। তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় ছিলেন। ব্যরিষ্টার হক ১৯৭১ সালে লিনকলন্স ইন্সষ্টিটিউট, ইউ.কে থাকা অবস্থায় ষ্টুডেন্ট এ্যাকশন কমিটির প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও সময় তিনি বিচারপতি আবু সাঈদেও সাথে অন্তরঙ্গভাবে দেশের স্বাধীনতা যুদ্ধের জন্য যুদ্ধার্থে তহবিল গঠন করেছিলেন। ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে রাজশাহী-১ আসন হতে বিএনপি’র অধীনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সালে আইন প্রতিমন্ত্রি ছিলেন।
সামাজিক কাজে অংশগ্রহণঃ গোদাগাড়ী ক্লাব ও গোদাগাড়ী পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠাতা সভাপতি। গোদাগাড়ী কলেজ প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক বৃহত্তর রাজশাহী এসোসিয়েশন।
ভ্রমনঃ ইউ.কে, ইউ.এস.এ, ইন্ডিয়া, জাপান, শ্রীলংকা, মালদ্বীপ, জার্মানী, বেলজিয়াম, সুইজারল্যান্ড, সুইডেন।

পরিবারঃ তার পিতা মোঃ ফাহিম উদ্দিন বিশ্বাস রাজশাহীর বিশিষ্ট শিক্ষাবিদ। আমিনুল হক বিবাহিত, একপুত্র ও এক কন্যা আছে।

 ………………………………………………………………………………………………………………………………………………………… উত্তরবঙ্গ প্রতিদিন সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.