রাজশাহীতে ভিজিএফ পাবেন দেড় লাখ পরিবার:উত্তরবঙ্গ প্রতিদিন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন::ঈদে রাজশাহী জেলার দেড় লাখেরও বেশি পরিবার সরকারের দুস্থদের খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচির চাল পাবে। ঈদের আগেই জেলার প্রত্যেক উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে এই চাল বিতরণ করা হবে। তালিকাভুক্ত প্রত্যেক পরিবার পাবে ১৫ কেজি করে চাল।

জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আমিনুল হক জানান, জেলার ১৪টি পৌরসভার জন্য সর্বমোট ৭৩৯ মেট্রিক টন চাল বারাদ্দ হয়েছে। আর জেলার ৯ উপজেলার ৭২টি ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ এসেছে ১ হাজার ৫৭৪ মেট্রিক টন চাল। পুরো জেলায় এবার মোট উপকারভোগীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ২৫০ জন।

তিনি জানান, জেলার গোদাগাড়ী, তাহেরপুর, নওহাটা, কাঁকনহাট ও বাঘা পৌরসভার প্রত্যেকটিতে পরিবারের সংখ্যা ৪ হাজার ৬২১টি। এসব পৌরসভার প্রত্যেকটিতে বরাদ্দকৃত চালের পরিমাণ ৬৯ দশমিক ৩১৫ মেট্রিক টন। এছাড়া মুন্ডুমালা, কেশরহাট, চারঘাট, আড়ানী, ভবানীগঞ্জ, পুঠিয়া, দুর্গাপুর ও কাটাখালী পৌরসভায় প্রত্যেকটিতে পরিবারের সংখ্যা ৩ হাজার ৮১টি। এসব পৌরসভায় বরাদ্দকৃত চালের পরিমাণ ৪৬ দশমিক ২১৫ মেট্রিক টন করে। আর তানোর পৌরসভায় কার্ডধারী পরিবারের সংখ্যা ১ হাজার ৫৪০টি। এ পৌরসভায় চাল বরাদ্দ করা হয়েছে ২৩ দমমিক ১০০ মেট্রিক টন।

এবার ইউনিয়ন পর্যায়ে উপকারভোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৯৫৭ টি। এর মধ্যে গোদাগাড়ী উপজেলার ৯ টি ইউনিয়নের জন্য চাল বরাদ্দ করা হয়েছে ২৮৩ দশমিক ২১৫ মেট্রিক টন। এ উপজেলায় ভিজিএফ চাল পাবে ১৮ হাজার ৮৮১টি পরিবার। তানোর উপজেলার ৯টি ইউনিয়নের জন্য চাল বরাদ্দ করা হয়েছে ১৫৯ দশমিক ৮৪০ মেট্রিক টন। এ উপজেলায় কার্ডের সংখ্যা ১০ হাজার ৬৫৬টি।

বাগমারা উপজেলার ৯ টি ইউনিয়নের জন্য চাল বরাদ্দ করা হয়েছে ২৬৩ দশমিক ৮৫ মেট্রিক টন। এ উপজেলায় কার্ডের সংখ্যা ১৭ হাজার ৬৩৯টি। বাঘা উপজেলার জন্য চাল বরাদ্দ করা হয়েছে ১৩২ মেট্রিক টন। এ উপজেলায় কার্ডের সংখ্যা ৮ হাজার ৮০০টি। পুঠিয়া উপজেলার জন্য চাল বরাদ্দ করা হয়েছে ১৪৫ দশমিক ৪২৫ মেট্রিক টন। এ উপজেলায় কার্ডের সংখ্যা ৯ হাজার ৬৯৫টি।

মোহনপুর উপজেলার ৯ টি ইউনিয়নের জন্য চাল বরাদ্দ করা হয়েছে ১১৬ দমমিক ৭৪৫ মেট্রিক টন। এ উপজেলায় কার্ডের সংখ্যা ৭ হাজার ৭৮৩টি। চারঘাট উপজেলার ৯ টি ইউনিয়নের জন্য চাল বরাদ্দ করা হয়েছে ২১৫ দশমিক ২০৫ মেট্রিক টন। এ উপজেলার ১৪ হাজার ৩৪৭টি পরিবারকে চাল দেয়া হবে। দুর্গাপুর উপজেলার জন্য চাল বরাদ্দ করা হয়েছে ১৪৬ দশমিক ২২০ মেট্রিক টন। এ উপজেলায় কার্ডের সংখ্যা ৯ হাজার ৭৪৮টি। পবা উপজেলার জন্য চাল বরাদ্দ করা হয়েছে ১১২ দশমিক ৬২০ মেট্রিক টন। এখানে মোট ৭ হাজার ৫০৮টি পরিবার চাল পাবে।

জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আমিনুল হক জানান, কয়েকদিনের মধ্যেই পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে চাল পৌঁছাবে। এরপর পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা চাল বিতরণ করবেন।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.