পাশ করলেই মিলবে বাইক ও বউ!:উত্তরবঙ্গ প্রতিদিন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

বিনোদন প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: এস এস সি পরীক্ষায় পাশ করলেই পাওয়া যাবে সি ডি আই বাইক এবং সুন্দরী বউ। আর এমন ঘোষণা দিয়েছেন আব্দুল মতিনের বাবা কালা মুন্সি।

মিয়া বাড়ির মেয়ে জলিকে বউ করে আনা হবে মতিনের জন্য। আর যদি এস এস সি ফেল করে তবে তাকে বাড়ি থেকে বের করে দেয়া হবে।

উপহারের লোভে মতিন সিদ্ধান্ত নেয় ৪র্থ এবং শেষবারের মতো সে পরীক্ষা দেবে। তবে মাত্র একটা সাব্জেক্টে। সেটা ইতিহাস।

এদিকে, জলি নায়িকা শাবানার চেয়েও সুন্দর। মতিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে জলি তাকে ইতিহাস পড়াচ্ছে। বাসর ঘরে বসে। এমন স্বপ্ন দেখে একাগ্রচিত্তে সে নেমে পরে ‘পাশ’ করার মিশনে। কেননা বাইক আর জলি কাউকেই হারাতে চায় না মতিন।

শুরু হয় পরীক্ষা পাশের সব আয়োজন। মতিনের বন্ধু হাবিব রামপুরের বড় হুজুরের কাছ থেকে কলম পড়া নিয়ে আসে। হুজুরের কলম পড়ায় অনেক ফজিলত। পাশ না করে উপায় নাই! মামু সেকান্দর পরীক্ষা কেন্দ্রের দফতরিকে টাকা খাইয়ে সবকিছু ঠিক করে রাখে।

তারপর সবার কাছ থেকে দোয়া নিয়ে ইতিহাস পরীক্ষা দিতে যায় আব্দুল মতিন। কিন্তু সেখানেও ঘটে আরেক ইতিহাস। এমনই এক গল্পের টেলিছবিতে মতিন চরিত্রে হাজির হবেন আ খ ম হাসান।

‘আব্দুল মতিনের বিরাট ইতিহাস’ নামের টেলিছবিটিতে তার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে লাক্স তারকা ঊর্মিলা শ্রাবন্তী করকে। হিমু আকরামের রচনা ও পরিচালনায় টেলিছবিটি চ্যানেল আইয়ের জন্য নির্মিত হয়েছে।

গল্প প্রসঙ্গে হিমু আকরাম বলেন, গ্রামের জীবন, এস এস সি পরীক্ষার প্রস্তুতি, নকলের চিন্তা, হুজুরের কলম পড়া, প্রায় ২০-২৫ বছর আগের সময়ে ফিরে গেছি আমি। সেই মানুষদেরর জীবন চরিত্র নিয়েই নাটকের গল্পটি লেখা। যেখানে প্রেম, সম্পর্কের জটিলতা, হাসি, ঝগড়া, খুনসুটি সবই রাখার চেষ্টা করছি। দর্শকরা দেখে মজা পাবে বলেই আমার বিশ্বাস।

নাটকের অন্যান্য চরিত্রে আছেন রিফাত চৌধুরী, ছবি আপা, মিলন ভট্ট, সঞ্জীব আহমেদ, রাজু আহসান, বাদল আফতাব প্রমুখ।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.